মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৭৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রথমে সালাম (দ্বারা অনুমতি গ্রহণ) না করে তোমরা তাহাকে প্রবেশের অনুমতি দিও না। —বায়হাকী শো আবুল ঈমানে
كتاب الآداب
وَعَنْ

جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَأْذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأْ بالسلامِ» رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

সালাম হইল অনুমতি চাওয়ার স্থলাভিষিক্ত। কাজেই সালাম অথবা কথার মাধ্যমে অনুমতি গ্রহণ ব্যতীত প্রবেশের অধিকার নাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান