মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৯৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৯। হযরত মুয়াবিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ইহাতে আনন্দ পায় যে, লোকজন তাহার জন্য দাঁড়ানো অবস্থায় স্থির হইয়া থাকুক, তবে সে যেন নিজের জন্য জাহান্নামে বাসস্থান নির্ধারণ করিয়া লয়। —আবু দাউদ ও তিরমিযী
كتاب الآداب
وَعَن مُعَاوِيَة قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
কোন প্রয়োজনে দাঁড়ানো, যেমন হযরত সা'দ অসুস্থ ছিলেন বিধায় তাঁহাকে সওয়ারী হইতে নামিতে লোকেরা সাহায্য করিয়াছেন, তাহা দূষণীয় নয়। কিন্তু গর্ব-অহংকার প্রকাশের জন্য অন্যের দাঁড়ানো কামনা করা হারাম। আর জাহান্নামে স্থান ঠিক করিয়া লওয়ার অর্থ হইল—উহাই তাহার জন্য নির্ধারিত হইয়া রহিয়াছে।