মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭০৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সাথে মসজিদে বসিয়া কথাবার্তা বলিতেন। আর যখন তিনি উঠিয়া যাইতেন তখন আমরা দাঁড়াইয়া থাকিতাম, যে পর্যন্ত না আমরা দেখিতে পাইতাম যে, তিনি তাঁহার বিবিদের কাহারও ঘরে প্রবেশ করিয়াছেন। —বায়হাকী
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ

أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ مَعَنَا فِي الْمَسْجِدِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قد دخل بعض بيُوت أَزوَاجه

হাদীসের ব্যাখ্যা:

এই সময়ের দাঁড়ানো তা'যীমের জন্য হইত না। বরং সম্ভবতঃ তিনি ফিরিয়া আসিয়া কোন কাজের নির্দেশ দিতে পারেন বা পুনরায় তাঁহাদেরকে নিয়া বসিতে পারেন। আর যখন কোন ঘরে প্রবেশ করিতেন তখন সেই সম্ভাবনা থাকিত না বলিয়া সাহাবাগণ নিজ নিজ পথে চলিয়া যাইতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান