মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৬। আর শরহে সুন্নায় আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেনঃ যদি তোমাদের কেহ ছায়ায় বসে, পরে তাহার উপর হইতে ছায়া সরিয়া যায়, তখন সে যেন অবশ্যই উক্ত স্থান হইতে উঠিয়া যায়। কেননা, উহা শয়তানের বসার স্থান। মা'মার উক্ত হাদীসটি অনুরূপভাবে মউকুফ হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الآداب
وَفِي «

شرح السّنة» عَنهُ. قَالَ: «وَإِذا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْءِ فَقَلَصَ عَنْهُ فَلْيَقُمْ فَإِنَّهُ مَجْلِسُ الشَّيْطَانِ» . هَكَذَا رَوَاهُ مَعْمَرٌ مَوْقُوفًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান