মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৫৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, হযরত উমর (রাঃ)-এর এক কন্যাকে 'আছীয়া' নামে ডাকা হইত। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নাম (পরিবর্তন করিয়া) রাখিলেন জামীলা। —মুসলিম
كتاب الآداب
وَعَن ابْن عمر أَنَّ بِنْتًا كَانَتْ لِعُمَرَ يُقَالُ لَهَا: عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جميلَة. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
عاصية 'আছীয়া' অর্থঃ নাফরমান বা আনুগত্যহীনা। ইহার আরেক অর্থ হইল ঘন বৃক্ষরাজি এবং عيص মূল ধাতু হইতে অনুসৃত এই অর্থে হযরত ইসহাকের পুত্রের নাম ছিল عيص بن اسحاق بن ابراهيم عليه السىلام তবে আছীয়া বলিতে প্রথম অর্থ স্বভাবতই বুঝা যায়, তাই তাঁহার এই নাম পরিবর্তন করিয়া জামীলা (সুন্দরী) রাখিয়াছেন।