মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৫৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫৯। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, যখন মুনযির ইবনে আবু উসাইদ জন্মগ্রহণ করিল তখন তাহাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হইল, তিনি তাহাকে আপন উরুর উপরে রাখিলেন এবং জিজ্ঞাসা করিলেন উহার নাম কি? উত্তরদাতা বলিলেন, অমুক। তখন হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: না, উহার নাম মুনযির।-মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وُلِدَ فَوَضعه على فَخذه فَقَالَ: «وَمَا اسْمه؟» قَالَ: فلَان: «لاولكن اسْمه الْمُنْذر» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

তাহার পূর্ব নামটি ভাল ছিল না, তাই হুযূর (ﷺ) উহা পছন্দ করেন নাই এবং তাহা পরিবর্তন করিয়া দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান