মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৬৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৬৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা আঙ্গুরের নাম 'করম' রাখিও না এবং 'হে যুগের অনিষ্ট' বাক্যও উচ্চারণ করিও না। কেননা, আল্লাহ্ তা'আলাই হইলেন যুগ (-এর স্রষ্টা)। বুখারী
كتاب الآداب
وَعَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ وَلَا تَقُولُوا: يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللَّهَ هُوَ الدهرُ . رَوَاهُ البُخَارِيّ
أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ وَلَا تَقُولُوا: يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللَّهَ هُوَ الدهرُ . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
‘আল্লাহ্ই হইলেন যুগ'—প্রকৃতপক্ষে আরবী পরিভাষায় ইহাকে মুতাশাবিহ্ বলা হয়। তবে সাধারণ অর্থ হইলঃ আল্লাহ্ই যুগের সৃষ্টিকর্তা, আবর্তন-বিবর্তন ও নিয়ন্ত্রণকারী। স্বয়ং যমানা কোন ক্রিয়াশীল নহে। বরং আল্লাহ্ তা'আলাই উহাকে নিয়ন্ত্রণ করেন। কাজেই উহাকে গালি দেওয়া মানে আল্লাহকেই গালি দেওয়া। তাই উহা নিষেধ।