মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৬৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৬৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যেন না বলে "আমার অন্তরাত্মা 'খবীস' (কলুষিত) হইয়া গিয়াছে; " বরং সে যেন বলে আমার মন খারাপ লাগিতেছে। মোত্তা। আর আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত হাদীস يُؤذيني ابنُ آدمَ ঈমানের অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
كتاب الآداب
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: خَبُثَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ: لَقِسَتْ نَفْسِي . مُتَّفَقٌ عَلَيْهِ
وَذُكِرَ حديثُ أبي هريرةَ: «يُؤذيني ابنُ آدمَ» فِي «بَاب الْإِيمَان»
وَذُكِرَ حديثُ أبي هريرةَ: «يُؤذيني ابنُ آدمَ» فِي «بَاب الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
আত্মার ব্যাপারে 'খবীস' শব্দ ব্যবহার করা উচিত নয়। কেননা, কোন না-পাক বা হারাম বস্তুকেই খবীস বলা হয়। অথচ একজন মু'মিনের অন্তরাত্মাকে না-পাক বলা যেমন শ্রুতি কটু তেমনই অশোভনও বটে। আর 'লাকীস' শব্দটির অর্থ উহা অপেক্ষা অনেক লঘু।