মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৬৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৬৭। মাসরূক বলেন, একদা আমি হযরত উমর (রাঃ)-এর সহিত সাক্ষাৎ করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? বলিলাম, আমি মাসরূক ইবনে আজদা। তখন হযরত উমর (রাঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, আজ্দা হইল শয়তান। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الآداب
وَعَن
مسروقٍ قَالَ: لَقِيتُ عُمَرَ فَقَالَ: مَنْ أَنْتَ؟ قُلْتُ: مَسْرُوقُ بْنُ الْأَجْدَعِ. قَالَ عُمَرُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْأَجْدَعُ شيطانٌ» رَوَاهُ أَبُو دَاوُد وابنُ مَاجَه
مسروقٍ قَالَ: لَقِيتُ عُمَرَ فَقَالَ: مَنْ أَنْتَ؟ قُلْتُ: مَسْرُوقُ بْنُ الْأَجْدَعِ. قَالَ عُمَرُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْأَجْدَعُ شيطانٌ» رَوَاهُ أَبُو دَاوُد وابنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
اجدع আজ্দা'-এর আভিধানিক অর্থ হইল হাত-পা তথা অঙ্গ-প্রত্যঙ্গ কর্তিত পঙ্গু। রূপক অর্থে ঐ ব্যক্তিকে বলা হয় যার কথা-বার্তায় সঙ্গতি নাই, আবার কোন এক শয়তানের নামও রহিয়াছে ‘আজদা’। সুতরাং এই নাম ধারণ করা উচিত নয়। হযরত উমর (রাঃ)-এর কথায় এই দিকে ইংগিত রহিয়াছে যে, যদি তোমার পিতা জীবিত থাকেন, তবে তাহার নাম পরিবর্তন করিয়া দাও। ‘আল্-ইসাবা' কিতাবে বর্ণিত আছে যে, আজ্দা জাহেলী ও ইসলামী উভয় যুগে একজন বিশেষ কবি হিসাবে প্রসিদ্ধ ছিলেন। হযরত উমর (রাঃ) তাহার এই নাম পরিবর্তন করিয়া ‘আবদুর রহমান' রাখিয়াছিলেন।