মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৩১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৩১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি না-হক মিথ্যা পরিত্যাগ করে তাহার জন্য বেহেশতের এক প্রান্তে প্রাসাদ তৈয়ার করা হইবে এবং যে ব্যক্তি ন্যায়ের উপর থাকিয়া ঝগড়াঝাটি পরিহার করে, তাহার জন্য বেহেশতের মধ্যস্থলে প্রাসাদ তৈয়ার করা হইবে। আর যে ব্যক্তি নিজের চরিত্রকে উত্তমভাবে গড়িয়া তোলে তাহার জন্য বেহেশতের সর্বোচ্চ স্থানে প্রাসাদ নির্মাণ করা হইবে। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান। অনুরূপ শরহে সুন্নাহ্ গ্রন্থেও রহিয়াছে। তবে মাছাবীহতে উহাকে গরীব বলা হইয়াছে।
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ

رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «من تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ فِي ربض الْجنَّة وَمن ترك المراء وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِ الْجَنَّةِ وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلَاهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَكَذَا فِي شَرْحِ السُّنَّةِ وَفِي الْمَصَابِيحِ قَالَ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

বেহেশতের সব স্থানই উত্তম ও উৎকৃষ্ট। প্রবেশকারীর জন্য সব জায়গা সমান হইলেও আমল হিসাবে ইহার মধ্যে পার্থক্য থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৩১ | মুসলিম বাংলা