মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৪২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৪২। হযরত আনাস (রাঃ) বলেন, একদা সাহাবীদের মধ্য হইতে এক ব্যক্তির মৃত্যু হইল, তখন জনৈক ব্যক্তি বলিলেন, তোমাকে বেহেশতের সুসংবাদ। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি জান না, এমনও তো হইতে পারে যে, সে নিরর্থক কথাবার্তা বলিয়াছে অথবা সে এমন ব্যাপারে কার্পণ্য করিয়াছে যাহা না করিলেও তাহার কিছুই কমিয়া যাইত না। —তিরমিযী
كتاب الآداب
وَعَن أنسٍ

قَالَ: تُوُفِّيَ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ. فَقَالَ رَجُلٌ: أَبْشِرْ بِالْجَنَّةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أوَ لَا تَدْرِي فَلَعَلَّهُ تَكَلَّمَ فِيمَا لَا يَعْنِيهِ أَوْ بخل بِمَا لَا ينقصهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

নবী-রাসূল এবং যাঁহাদের বেহেশতী হওয়া সম্পর্কে অকাট্য প্রমাণাদি রহিয়াছে— তাহাদের ব্যতীত অন্য কাহারও জান্নাতী হওয়া সম্পর্কে পূর্ণ দৃঢ়তা ও ইয়াকীনের সাথে অভিমত প্রকাশ করা উচিত নহে। আর অজান্তে কাহারও সম্পর্কে এধরনের কথাবার্তা বলার জন্য জওয়াবদিহি করিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান