মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৯। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ফাসেক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ্ তা'আলা রাগান্বিত হন এবং তজ্জন্য আল্লাহর আরশ কাঁপিয়া উঠে। —বায়হাকী
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ

أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مُدِحَ الْفَاسِقُ غَضِبَ الرَّبُّ تَعَالَى وَاهْتَزَّ لَهُ الْعَرْشُ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে একদিকে ফাসেক ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন হয়, অপরদিকে প্রশংসাকারীর পক্ষ হইতে পরোক্ষভাবে তাহার প্রতি সমর্থন প্রকাশ পায়। এইরূপ জঘন্যতম আচরণের জন্য আল্লাহর আরশ কাঁপিয়া উঠে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান