মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৬৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬৭। হযরত আনাস (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ হে আবু যার! আমি কি তোমাকে এমন দুইটি স্বভাবের কথা বলিয়া দিব না, যাহা বহন করা খুবই সহজ এবং মাপের পাল্লায় অতীব ভারী ? আমি বলিলাম, জি হ্যাঁ, বলুন। তিনি বলিলেনঃ দীর্ঘ নীরবতা ও সচ্চরিত্রতা। সেই সত্তার কসম! যাঁহার হাতে আমার প্রাণ; বান্দার এই দুইটি কাজের মত উত্তম কাজ আর নাই।
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ

عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى خَصْلَتَيْنِ هُمَا أَخَفُّ عَلَى الظَّهْرِ وَأَثْقَلُ فِي الْمِيزَانِ؟» قَالَ: قُلْتُ: بَلَى. قَالَ: «طُولُ الصَّمْتِ وَحُسْنُ الْخُلُقِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَمِلَ الْخَلَائق بمثلهما»
tahqiqতাহকীক:তাহকীক চলমান