মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯১৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯১৩। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, কুরাইশদের সাথে মুসলমান দের সন্ধির সময় আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসিলেন। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার মা আমার কাছে আসিয়াছেন, কিন্তু তিনি ইসলামের প্রতি বীতশ্রদ্ধা। এমতাবস্থায় আমি কি তাহার সাথে সদাচরণ করিব। তিনি বলিলেন: হ্যাঁ, তাহার সাথে সদ্ব্যবহার কর। —মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنهُ قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَيَّ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُهَا؟ قَالَ: «نعم صِليها» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
ইহা ৬ষ্ঠ হিজরীতে হোদায়বিয়ার সন্ধির পরের ঘটনা। অমুসলিম পিতা-মাতার প্রতি শুধু সদাচরণ নয়; বরং প্রয়োজনে তাহাদের ভরণ-পোষণ করাও মুসলমান সন্তানের উপর ওয়াজিব। —আততা'লীক