মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৩৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৩৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট আসিয়া বলিল; ইয়া রাসূলাল্লাহ্! আমি একটি জঘন্য পাপ করিয়াছি। সুতরাং আমার জন্য তওবার কোন ব্যবস্থা আছে কি? তিনি জিজ্ঞাসা করিলেনঃ তোমার মা জীবিত আছে কি? সে বলিল, না। তিনি আবার জিজ্ঞাসা করিলেনঃ তোমার কোন খালা জীবিত আছে কি? সে বলিল, হ্যাঁ। তখন নবী (ﷺ) বলিলেনঃ যাও, তাঁহার খেদমত কর। —তিরমিযী
كتاب الآداب
وَعَن ابْن

عمر أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي مِنْ تَوْبَةٍ؟ قَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: لَا. قَالَ: «وَهَلْ لَكَ مِنْ خَالَةٍ؟» . قَالَ: نَعَمْ. قَالَ: «فبرها» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কবীরা গুনাহ্ সাধারণতঃ তওবা ব্যতীত মাফ হয় না। এখানে এই ব্যক্তি ছগীরা গুনাহকে কবীরা ধারণা করিয়াছিল, যাহা অন্যান্য পুণ্যের কাজের দ্বারা মাফ হইয়া যায় অথবা তওবা কবুল হওয়ার সহায়ক হিসাবে এই পুণ্য কাজের প্রতি নবী (ﷺ) তাহাকে উদ্ধুদ্ধ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান