মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৮০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৮০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তির সম্মুখে তাহার কোন মুসলমান ভাইয়ের গীবত করা হয়, আর সে তাহার (সেই ভাইয়ের) সাহায্য করার ক্ষমতা রাখে এবং সে তাহার সাহায্য করে, আল্লাহ্ তা'আলা ইহ ও পরকালে তাহার সাহায্য করিবেন। আর যদি সে সাহায্য না করে অথচ সে তাহার সাহায্য করার ক্ষমতা রাখিত, আল্লাহ্ তা'আলা তাহাকে ইহকালে ও পরকালে পাকড়াও করিবেন। —শরহে সুন্নাহ্
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتِيبَ عِنْدَهُ أَخُوهُ الْمُسْلِمُ وَهُوَ يَقْدِرُ على نصرِه فنصرَه نصرَه اللَّهُ فِي الدِّينَا وَالْآخِرَةِ. فَإِنْ لَمْ يَنْصُرْهُ وَهُوَ يَقْدِرُ عَلَى نَصْرِهِ أَدْرَكَهُ اللَّهُ بِهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» . رَوَاهُ فِي «شرح السّنة»

হাদীসের ব্যাখ্যা:

কাহারও আগোচরে তাহার দোষ-ত্রুটি বর্ণনা করা, চাই তাহার মধ্যে সেই দোষ থাকুক বা না-ই থাকুক, উহাকে গীবত বলে। আর এখানে সাহায্য করা অর্থ—গীবতকারীকে এই কাজ হইতে বিরত রাখার চেষ্টা করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান