মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০২৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৩। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, আমি কি তোমাদিগকে জানাইয়া দিব না—তোমা দের মধ্যে ভাল লোক কে? তাহারা (সাহাবাগণ) সকলে বলিলেন, হ্যাঁ, বলুন ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে তাহারাই উত্তম যাহাদিগকে দেখিলে আল্লাহ্ স্মরণ হয়। ——ইবনে মাজাহ্
كتاب الآداب
وَعَن أَسمَاء
بنت يزِيد أَنَّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤوا ذُكِر الله» رَوَاهُ ابْن مَاجَه
بنت يزِيد أَنَّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤوا ذُكِر الله» رَوَاهُ ابْن مَاجَه