মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৩৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৩৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন ঈমানদারের জন্য জায়েয নয় যে, সে কোন ঈমানদারের সহিত তিন দিনের উপর সম্পর্ক ত্যাগ করে। যদি তিন দিন অতিক্রম হইয়া যায় তখনই যেন তাহার সাথে সাক্ষাৎ করে এবং তাহাকে সালাম করে। সে সালামের জওয়াব দিলে তাহারা উভয়েই সওয়াবে অংশীদার হইবে। আর যদি উহার জওয়াব না দেয়, তখন সে গুনাসমেত ফিরিবে ; আর সালাম প্রদানকারী সম্পর্ক ত্যাগজনিত গুনাহ্ হইতে মুক্ত হইয়া যাইবে। —আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ

أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثلاثُ فَلْيلقَهُ فليسلم عَلَيْهِ فَإِن ردَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ وَخَرَجَ المُسلِّمُ من الْهِجْرَة» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান