মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৪১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আপোষের মধ্যে বিভেদ সৃষ্টির মত মন্দ কাজ হইতে তোমরা নিজেকে বাঁচাইয়া রাখ। কেননা, ইহা মুণ্ডনকারী। —তিরমিযী
كتاب الآداب
وَعَنْهُ

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ فَإِنَّهَا الْحَالِقَةُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৪১ | মুসলিম বাংলা