মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৪৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার পরওয়ারদেগার যখন আমাকে মে'রাজে লইয়া গেলেন, তখন আমি এমন কতিপয় লোকের নিকট দিয়া গমন করিলাম, যাহাদের নখ ছিল তামার। উহা দ্বারা তাহারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ আঁচড়াইতে ছিল। আমি জিজ্ঞাসা করিলাম, হে জিবরাঈল! ইহারা কাহারা ? বলিলেন, ইহারা ঐ সমস্ত লোক যাহারা মানুষের মাংস খাইত এবং তাহাদের ইজ্জত- আবরুর হানি করিত। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: لما عرجَ بِي ربِّي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُونَ وجوهَهم وصدورهم فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান