মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৫২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইয়ের কাছে (তাহার কোন ত্রুটির জন্য) ক্ষমা চায়, কিন্তু সে তাহাকে ক্ষমার যোগ্য মনে করে না অথবা তাহার ক্ষমা গ্রহণ করে না, তখন সেই ব্যক্তি অন্যায়ভাবে উশর আদায়কারী (তহসীলদার)-এর সমপরিমাণ গুনাগার হইবে। —হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে। তিনি বলেন, 'মাককাস' বলে উশর আদায়কারী তহসীলদারকে।
كتاب الآداب
وَعَنْ

جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اعْتَذَرَ إِلَى أَخِيهِ فَلَمْ يَعْذِرْهُ أَوْ لَمْ يَقْبَلْ عُذْرَهُ كَانَ عَلَيْهِ مثلُ خَطِيئَة صَاحب المكس» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ: الْمَكَّاسُ: الْعَشَّارُ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তহসীলদার যেমন সাধারণতঃ দাতার বাস্তব ওযর-আপত্তি গ্রহণ না করিয়া জুলুম-অত্যাচার চালায়, তদ্রূপ এই ব্যক্তিও অত্যাচারীরূপে গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৫২ | মুসলিম বাংলা