মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৫৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-কে বলিল, আমাকে উপদেশ দিন। তখন তিনি বলিলেনঃ চিন্তা-ভাবনা করিয়া কোন কাজ কর। যদি উহার পরিণাম উত্তম বলিয়া বিবেচিত হয়, তবে উহা সম্পাদন কর, আর যদি মন্দের আশংকা থাকে তখন উহা হইতে বিরত থাক। — শরহে সুন্নাহ্
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْصِنِي. فَقَالَ: «خُذِ الْأَمْرَ بِالتَّدْبِيرِ فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا فَأَمْضِهِ وَإِنْ خِفْتَ غَيًّا فَأَمْسِكْ» . رَوَاهُ فِي «شَرْحِ السّنة»