মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৮৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৮৬। হযরত মাকহুল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ঈমানদারগণ নাকে রশি লাগানো উটের মত সরল-সহজ ও কোমল স্বভাবের হয়।
যখন উহাকে টানা হয় তখন সে চলে। আর যদি তাহাকে পাথরের উপর বসাইতে চাওয়া হয় তাহলে সে উহার উপরেই বসিয়া পড়ে। —তিরমিযী মুরসাল হিসাবে
كتاب الآداب
وَعَنْ مَكْحُولٍ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُونَ هَيِّنُونَ لَيِّنُونَ كَالْجَمَلِ الْآنِفِ إِنْ قِيدَ انْقَادَ وَإِنْ أُنِيخَ عَلَى صخرةٍ استَناخَ» . رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৮৬ | মুসলিম বাংলা