মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১৫০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫০। হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (বনী ইসরাঈলদের উপর) আকাশ হইতে রুটি-গোশত ইত্যাদির খাঞ্চা নাযিল করা হয় এবং তাহাদিগকে নির্দেশ দেওয়া হইয়াছিল যে, তাহারা যেন খেয়ানত না করে এবং আগামীকালের জন্য সঞ্চয় করিয়া না রাখে। কিন্তু তাহারা খেয়ানতও করিল, সঞ্চয়ও করিল এবং আগামীকালের জন্য কিছু তুলিয়াও রাখিল। ফলে ইহার শাস্তি হিসাবে) তাহাদের আকৃতি বানর ও শূকরে বিকৃত করিয়া দেওয়া হইল।—তিরমিযী
كتاب الآداب
وَعَنْ عَمَّارِ
بْنِ يَاسِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَتِ الْمَائِدَةُ مِنَ السَّمَاءِ خُبْزًا وَلَحْمًا وَأُمِرُوا أَنْ لَا يَخُونُوا وَلَا يَدَّخِرُوا لِغَدٍ فَخَانُوا وَادَّخَرُوا وَرَفَعُوا لغَدٍ فمُسِخوا قَردةً وخَنازيرَ» . رَوَاهُ التِّرْمِذِيّ
بْنِ يَاسِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَتِ الْمَائِدَةُ مِنَ السَّمَاءِ خُبْزًا وَلَحْمًا وَأُمِرُوا أَنْ لَا يَخُونُوا وَلَا يَدَّخِرُوا لِغَدٍ فَخَانُوا وَادَّخَرُوا وَرَفَعُوا لغَدٍ فمُسِخوا قَردةً وخَنازيرَ» . رَوَاهُ التِّرْمِذِيّ