মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২০২
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২০২। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, একদা সোফফার অধিবাসীদের মধ্য হইতে এক ব্যক্তি একটি দীনার রাখিয়া মৃত্যুবরণ করিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইহা একটি পোড়া দাগ। বর্ণনাকারী বলেন, কিছুদিন পর আরেক ব্যক্তি দুইটি দীনার রাখিয়া মৃত্যুবরণ করিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইহা দুইটি পোড়া দাগ। – আহমদ ও বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الصُّفَّةِ تُوُفِّيَ وَتَرَكَ دِينَارًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيَّةٌ» قَالَ: ثُمَّ تُوُفِّيَ آخَرُ فَتَرَكَ دِينَارَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيَّتَانِ» رَوَاهُ أَحْمَدُ والبيهقيُّ فِي «شعب الإِيمان»

হাদীসের ব্যাখ্যা:

‘সোফ্ফার অধিবাসী' প্রকারান্তরে নিজেদেরকে নিঃস্ব-কাঙ্গাল বলিয়া প্রকাশ করিত। এমতাবস্থায় এক বা দুই দীনার (স্বর্ণমুদ্রা) তাহাদের কাছে মওজুদ থাকা উক্ত অবস্থার পরিপন্থী। তাই তাহারা শাস্তির সম্মুখীন হইবে। অন্যথায় বৈধ উপায়ে উপার্জিত মাল-সম্পদ রাখিয়া যাওয়া কোন অপরাধ নহে। যেমন, অনেক সাহাবায়ে কেরাম মৃত্যু কালে বহু সম্পদ রাখিয়া গিয়াছেন, كية শব্দ দ্বারা আল্লাহর বাণী فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ অর্থঃ “তাহাদের রাখিয়া যাওয়া সেই সম্পদকে রূপান্তরিত করতঃ দোযখের আগুনে তপ্ত করিয়া তাহাদের কপালে, পাঁজরে এবং পৃষ্ঠে দাগ দেওয়া হইবে,”-এর প্রতি ইংগিত করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান