মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২২০
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২২০। হযরত মালেক (রাঃ) হইতে বর্ণিত, হযরত লোকমান (আঃ) স্বীয় পুত্রকে লক্ষ্য করিয়া বলিলেন, হে বৎস! মানুষের সাথে যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি করা হইয়াছে, (যথা—মৃত্যুর পরে পুনরুত্থান, হিসাব-নিকাশ, পুরস্কার বা শাস্তি ) উহার দীর্ঘ যমানা অতিবাহিত হইয়া গিয়াছে। আর তাহারা পরকালের দিকে অতি দ্রুত চলিয়া যাইতেছে। হে বৎস! তুমি যেই দিন জন্ম নিয়াছ সেই দিন হইতে তুমি দুনিয়াকে পিছনে ছাড়িয়া আসিতেছ এবং ক্রমশঃ আখেরাতের দিকে অগ্রসর হইতেছ। বস্তুতঃ যেই ঘরের দিকে (পরকালের দিকে) তুমি যাইতেছ, উহা ঐ ঘর অপেক্ষা তোমার অতি নিকটবর্তী, যেই ঘর হইতে তুমি বাহির হইতেছ (অর্থাৎ, দুনিয়া হইতে)। — রাযীন
كتاب الرقاق
وَعَنْ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ لُقْمَانَ قَالَ لِابْنِهِ: «يَا بُنَيَّ إِنَّ النَّاسَ قَدْ تَطَاوَلَ عَلَيْهِمْ مَا يُوعَدُونَ وَهُمْ إِلَى الْآخِرَةِ سرَاعًا يذهبون وَإنَّك قداستدبرت الدُّنْيَا مُنْذُ كُنْتَ وَاسْتَقْبَلْتَ الْآخِرَةَ وَإِنَّ دَارًا تسيرإليها أقربُ إِليك من دارٍ تخرج مِنْهَا» . رَوَاهُ رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২২০ | মুসলিম বাংলা