মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২২২
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২২২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমার মধ্যে চারটি বস্তু বিদ্যমান থাকে, তখন দুনিয়ার যাহা কিছুই তোমা হইতে চলিয়া যায় তাহাতে তোমার কোন ক্ষতি নাই। আমানত রক্ষা করা, সত্য কথা বলা, উত্তম চরিত্র হওয়া এবং খানা-পিনায় সতর্কতা অবলম্বন করা।—আহমদ ও বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ فَلَا عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا: حِفْظُ أَمَانَةٍ وَصِدْقُ حَدِيثٍ وَحُسْنُ خَلِيقَةٍ وَعِفَّةٌ فِي طُعْمَةٍ «. رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ فِي» شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, উল্লিখিত চারটি গুণ যাহার মধ্যে বিদ্যমান থাকে তাহার মধ্যে যাবতীয় মহৎ গুণের সমাবেশ রহিয়াছে। দুনিয়ার যাবতীয় আয়েশ আরাম হইতে বঞ্চিত হওয়া তাহার জন্য আক্ষেপের বিষয় নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান