মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২২৮
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৮। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এই আয়াতটি পাঠ করিলেনঃ (فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ) অর্থঃ আল্লাহ্ তা'আলা যাহাকে হেদায়তদান করার ইচ্ছা করেন, তাহার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করিয়া দেন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হেদায়তের আলো যখন অন্তরে প্রবেশ করে তখন উহা (ইসলামের বিধানসমূহ গ্রহণ করার জন্য) উন্মুক্ত হইয়া যায়। তখন জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্। সেই অবস্থা জানার কোন চিহ্ন বা নিদর্শন আছে কি? বলিলেনঃ হ্যাঁ, আছে। প্রতারণার ঘর (তথা দুনিয়া) হইতে দূরে সরিয়া থাকা ও চিরস্থায়ী ঘর (তথা আখেরাত) -এর প্রতি ঝুঁকিয়া পড়া এবং মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা।
كتاب الرقاق
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ) فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ النُّورَ إِذَا دَخَلَ الصَّدْرَ انْفَسَحَ» . فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ لِتِلْكَ مِنْ عِلْمٍ يُعْرَفُ بِهِ؟ قَالَ: «نَعَمْ التَّجَافِي مِنْ دَارِ الْغُرُورِ وَالْإِنَابَةُ إِلَى دَارِ الْخُلُودِ وَالِاسْتِعْدَادُ لِلْمَوْتِ قبل نُزُوله»
tahqiqতাহকীক:তাহকীক চলমান