মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৪০
- নম্রতা ও যুহদের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৪০। হযরত উমর (রাঃ) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া দেখিলাম তিনি একখানা খেজুর পাতার চাটাইয়ের উপর শুইয়া আছেন। তাহার ও চাটাইয়ের মাঝে কোন ফরশ বা চাদর কিছুই ছিল না। ফলে চাটাই তাঁহার দেহ মুবারকে চিহ্ন বসাইয়া দিয়াছিল। আর তিনি টেক লাগাইয়াছিলেন (খেজুর গাছের) আশ ভর্তি একটি চামড়ার বালিশের উপর। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর কাছে দো'আ করুন তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা প্রদান করেন। পারসিক ও রোমীয়গণকে সচ্ছলতা প্রদান করা হইয়াছে, অথচ তাহারা (কাফের) আল্লাহর এবাদত করে না। (তাহার এই কথা শুনিয়া) হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: হে খাত্তাবের পুত্র, তুমি কি এখনও এই ধারণায় রহিয়াছ? তাহারা তো এমন এক সম্প্রদায়, যাহাদিগকে পার্থিব যিন্দেগীতে নেয়ামত সমূহ আগাম প্রদান করা হইয়াছে। অপর এক বর্ণনায় আছে—তুমি কি ইহাতে সন্তুষ্ট নও যে, তাহারা দুনিয়াপ্রাপ্ত হউক আর আমাদের জন্য থাকুক আখেরাত ? -মোত্তাঃ
كتاب الرقاق
وَعَن عمر قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ. قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ: ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ فَإِنَّ فَارِسَ وَالرُّومَ قَدْ وُسِّعَ عَلَيْهِمْ وَهُمْ لَا يَعْبُدُونَ اللَّهَ. فَقَالَ: «أَوَ فِي هَذَا أَنْتَ يَا ابْنَ الْخطاب؟ أُولئكَ قوم عجلت لَهُم طيبتاتهم فِي الْحَيَاةِ الدُّنْيَا» . وَفِي رِوَايَةٍ: «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الْآخِرَةُ؟» . مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান