মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪০৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৪০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ইসলামের চাকা পঁয়ত্রিশ অথবা ছত্রিশ অথবা সাঁইত্রিশ বৎসর সঠিকভাবে ঘুরিতে থাকিবে। ইহার পরে যদি লোকজন ধ্বংসের সম্মুখীন হয়, তবে তাহারা পূর্ববর্তী লোকদের পথে চলার কারণেই ধ্বংস হইবে। অতঃপর দ্বীনের নেযাম যদি আবার প্রতিষ্ঠিত হয়, তবে উহা তাহাদের মধ্যে সত্তর বৎসর পর্যন্ত বহাল থাকিবে। ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, সেই সত্তর বৎসর কি উল্লিখিত (পঁয়ত্রিশ) বৎসরের পরে আসিবে, নাকি অতীতের সেই বৎসরগুলিসহ? তিনি বলিলেন অতীতের বৎসরগুলিসহ। —আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَدُورُ رَحَى الْإِسْلَامِ لِخَمْسٍ وَثَلَاثِينَ أَوْ سِتٍّ وَثَلَاثِينَ أَوْ سَبْعٍ وَثَلَاثِينَ فَإِنْ يَهْلِكُوا فَسَبِيلُ مَنْ هَلَكَ وَإِنْ يَقُمْ لَهُمْ دِينُهُمْ يَقُمْ لَهُمْ سَبْعِينَ عَامًا» . قُلْتُ: أَمِمَّا بَقِيَ أَوْ مِمَّا مَضَى؟ قَالَ: «مِمَّا مضى» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হযরত শাহ্ ওয়ালী উল্লাহ্ মুহাদ্দিসে দেহলবী (রহঃ) বলিয়াছেন, ৩৫ হিজরীতে হযরত ওসমান (রাঃ) শহীদ হন। ইহাই ইসলামের প্রথম ফিতনা। ৩৬ হিজ়ীতে উষ্ট্র-যুদ্ধ এবং ৩৭ হিজরীতে সিফ্ফীনের যুদ্ধ সংঘটিত হয়। ৭০ হিজ়ীর পর সাহাবাদের সংখ্যা প্রায় হাতে গণনার অবস্থায় পৌঁছিয়া যায়। তখন ইসলামের প্রদীপ প্রায় নিভু নিভু হইয়া পড়ে। ৯৯ হিজরীতে হযরত উমর ইবনে আব্দুল আযীয খলীফা নিযুক্ত হইয়া উহার চাকা ঘুরাইতে চাহিলেন বটে, কিন্তু এক দেড় বৎসরের স্বল্প সময়ে ব্যাপক কিছু সংস্কার করা সম্ভব হয় নাই। ফলে ফিতনা ক্রমশঃ বৃদ্ধি পাইতে থাকে। এই সকল অবস্থার দিকেই হাদীসে ইংগিত করা হইয়াছে
tahqiqতাহকীক:তাহকীক চলমান