মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪২৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বিশ্বযুদ্ধ ও মদীনার (শহরটির) বিজয়ের মধ্যে ছয় বৎসরের ব্যবধান হইবে এবং সপ্তম বৎসরে দাজ্জালের আবির্ভাব ঘটিবে। — আবু দাউদ এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি অধিক সহীহ্ ।
كتاب الفتن
وَعَن عبد الله بن بُسر أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْمَدِينَةِ سِتُّ سِنِينَ وَيَخْرُجُ الدَّجَّالُ فِي السَّابِعَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا أصح

হাদীসের ব্যাখ্যা:

এখানে ‘মদীনা' দ্বারা কনস্টান্টিনোপলের দিকেই ইংগিত করা হইয়াছে। আলোচ্য হাদীস পূর্বে বর্ণিত হাদীসের বিপরীত। তাই আবু দাউদ বলিয়াছেন, সনদের দিক হইতে আলোচ্য এই হাদীসটি অধিকতর সহীহ্ ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান