মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪২৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৮। হযরত যূমিখবার (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছি; অদূর ভবিষ্যতে তোমরা রোমকদের সহিত একটি শান্তি-চুক্তি সম্পাদন করিবে। অতঃপর তোমরা ও তাহারা যৌথভাবে অপর একটি শত্রুদলের মুকাবিলা করিবে। উহাতে (আল্লাহ্ তা'আলার পক্ষ হইতে) তোমাদিগকে সাহায্য করা হইবে, তোমরা গনীমতও লাভ করিবে এবং নিরাপদে থাকিবে। তারপর তোমরা (উভয় দল) প্রত্যাবর্তন করিবে, অবশেষে তোমরা টিলাযুক্ত একটি প্রশস্ত ও সুজলা-সুফলা স্থানে অবতরণ করিবে। সেখানে খৃষ্টানদের এক ব্যক্তি একটি ক্রুশ উত্তোলন করিয়া বলিবে, ক্রুশের বরকতে আমরা বিজয় লাভ করিয়াছি। ইহা শুনিয়া মুসলমানদের এক ব্যক্তি ক্ষুব্ধ হইয়া ক্রুশটি ভাঙ্গিয়া ফেলিবে। ফলে রোমক নাসারাগণ চুক্তি ভঙ্গ করিয়া ফেলিবে এবং ভীষণ যুদ্ধের জন্য বিরাট সেনাবাহিনী একত্রিত করিবে। কোন কোন বর্ণনাকারী অতিরিক্ত বলিয়াছেন, তখন মুসলমানগণ সাথে সাথে আপন অস্ত্রসমূহ ধারণ করিবে এবং যুদ্ধে লিপ্ত হইয়া পড়িবে। অবশেষে আল্লাহ্ তা'আলা এই দলকে শাহাদত দ্বারা সম্মানিত করিবেন। –আবু দাউদ
كتاب الفتن
وَعَن ذِي مِخبَرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَتُصَالِحُونَ الرُّومَ صُلْحًا آمِنًا فَتَغْزُونَ أَنْتُمْ وَهُمْ عَدُوًّا مِنْ وَرَائِكُمْ فَتُنْصَرُونَ وَتَغْنَمُونَ وَتَسْلَمُونَ ثُمَّ تَرْجِعُونَ حَتَّى تَنْزِلُوا بِمَرْجٍ ذِي تُلُولٍ فَيَرْفَعُ رَجُلٌ مِنْ أَهْلِ النَّصْرَانِيَّةِ الصَّلِيبَ فَيَقُولُ: غَلَبَ الصَّلِيبُ فَيَغْضَبُ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ فَيَدُقُّهُ فَعِنْدَ ذَلِكَ تَغْدِرُ الرُّومُ وَتَجْمَعُ لِلْمَلْحَمَةِ وَزَادَ بَعْضُهُمْ: «فَيَثُورُ الْمُسْلِمُونَ إِلَى أَسْلِحَتِهِمْ فَيَقْتَتِلُونَ فيكرم الله تِلْكَ الْعِصَابَة بِالشَّهَادَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান