মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৩০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪৩০। হযরত নবী করীম (ﷺ)-এর জনৈক সাহাবী হইতে বর্ণিত, তিনি বলিয়াছেনঃ হাবশীদেরকে ততক্ষণ পর্যন্ত ছাড়িয়া রাখ, যতক্ষণ পর্যন্ত তাহারা তোমাদের উপর আক্রমণ না করে। আর (অনুরূপভাবে) তুর্কীদেরকেও ছাড়িয়া রাখ, যেই পর্যন্ত না তাহারা তোমাদের প্রতি আক্রমণ করে। –আবু দাউদ ও নাসায়ী
كتاب الفتن
وَعَنْ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «دَعُوا الْحَبَشَةَ مَا وَدَعُوكُمْ وَاتْرُكُوا التُّرْكَ مَا تَرَكُوكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘হাবশী ও তুর্কী' ইহাদের অবস্থানস্থল দুর্গম এলাকায় অবস্থিত। মুসলমানদের জন্য উহাতে প্রবেশ করা কষ্টসাধ্য। তাই অগ্রগামী হইয়া তাহাদের উপর আক্রমণ না করাই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান