মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৩২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪৩২। হযরত আবু বাকরা (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একসময় আমার উম্মতের কতিপয় লোক একটি নীচু ভূমিতে অবতরণ করিবে, উক্ত স্থানটিকে তাহারা 'বসরা' নামে অভিহিত করিবে এবং স্থানটি হইবে 'দাজলা' নামক একটি নদীর নিকটে। নদীর উপরে একটি সেতু হইবে। উক্ত স্থানটিতে অধিবাসীদের সংখ্যা হইবে অত্যধিক। অবশেষে উহা মুসলমানদের শহরসমূহের মধ্যে অন্যতম একটি শহরে পরিগণিত হইবে। অতঃপর শেষ যমানায় চওড়া মুখমণ্ডল ও ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষুবিশিষ্ট 'কানতুরার’ বংশধরগণ উক্ত শহরবাসীদের বিরুদ্ধে লড়াই করিবার জন্য) আসিবে এবং তাহারা উক্ত নদীর পার্শ্বে আসিয়া আস্তানা গাড়িবে। (তাহাদিগকে দেখিয়া) শহরবাসী তিন ভাগে বিভক্ত হইয়া পড়িবে। একভাগ গবাদিপশুর পিছনে মাঠে-ময়দানে আশ্রয় নিবে। (অর্থাৎ, শত্রুর মুকাবিলা এড়াইয়া পশুপালন ও ক্ষেত-খামারের কাজে আত্মনিয়োগ করিবে।) ফলে তাহারা সকলই ধ্বংস হইবে। আর একভাগ ‘কানতুরার আওলাদের' নিকট (আত্মসমর্পণ করিয়া) নিরাপত্তা চাহিবে, তাহারাও ধ্বংস হইবে। আর অবশিষ্ট একভাগ নিজেদের সন্তান-সন্ততি ও পরিবার-পরিজনকে পশ্চাতে রাখিয়া তাহাদের সাথে যুদ্ধ করিবে। ইহারা সকলই শহীদ হিসাবে গণ্য হইবে। –আবু দাউদ
كتاب الفتن
وَعَن أبي بكرَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَنْزِلُ أُنَاسٌ مِنْ أُمَّتِي بِغَائِطٍ يُسَمُّونَهُ الْبَصْرَةَ عِنْدَ نَهْرٍ يُقَالُ لَهُ: دِجْلَةُ يَكُونُ عَلَيْهِ جِسْرٌ يَكْثُرُ أَهْلُهَا وَيَكُونُ مِنْ أَمْصَارِ الْمُسْلِمِينَ وَإِذَا كَانَ فِي آخِرِ الزَّمَانِ جَاءَ بَنُو قَنْطُورَاءَ عِرَاضُ الْوُجُوهِ صِغَارُ الْأَعْيُنِ حَتَّى يَنْزِلُوا عَلَى شَطِّ النَّهْرِ فَيَتَفَرَّقُ أَهْلُهَا ثَلَاثَ فِرَقٍ فِرْقَةٌ يَأْخُذُونَ فِي أَذْنَابِ الْبَقَرِ وَالْبَرِّيَّةِ وَهَلَكُوا وَفِرْقَةٌ يَأْخُذُونَ لِأَنْفُسِهِمْ وَهَلَكُوا وَفِرْقَةٌ يَجْعَلُونَ ذَرَارِيَّهُمْ خَلْفَ ظُهُورِهِمْ وَيُقَاتِلُونَهُمْ وَهُمُ الشُّهَدَاءُ . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অত্র হাদীসে বর্তমান বাগদাদ শহরটির প্রতিই সম্ভবতঃ হুযূর-এর ইংগিত ছিল। একসময় বাগদাদ ছিল ছোট ছোট গ্রাম বিশিষ্ট এলাকা। দাজলা নদী ঐ গ্রামসমূহের মধ্য দিয়া প্রবাহিত। বা শহরের সহিত সেগুলি সম্পৃক্ত ছিল। তাতারী চেঙ্গীজ খান-এর বাগদাদ আক্রমণকালে (৬৫৬ হিজরী) মুসলিম খলীফা মু'তাসিম বিল্লাহ্ তাতারীদের নিকট আত্মসমর্পণ করিয়া নিজের ও শহরবাসীদের জন্য নিরাপত্তা চাহিয়াছিল। শেষ পর্যন্ত তাতারীদের হাতে তাহারা সমূলে ধ্বংস হয়। তখন ঘটিয়াছিল এক লোমহর্ষক বিপর্যয়। 'কানতুরা' তুর্কীদের জনৈক পূর্বপুরুষ অথবা হযরত ইব্রাহীম (আঃ)-এর দাসীর নাম। তাহার আওলাদগণই তুর্কী।