মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৩৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪৩৬। হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, কিয়ামতের নিকটবর্তী সময় কনস্টান্টিনোপল (মুসলমানদের হাতে) বিজয় হইবে। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
كتاب الفتن
وَعَن أنسٍ قَالَ: فَتْحُ القسطنطينة مَعَ قِيَامِ السَّاعَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান