মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৩৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৩৮। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, কিয়ামতের পূর্বে বহু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটিবে। সুতরাং তোমরা তাহাদের হইতে সতর্ক থাক। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ كَذَّابِينَ فَاحْذَرُوهُمْ» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
‘মিথ্যাবাদী' অর্থ, ভণ্ড নবুওতের দাবীদার অথবা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামে মিথ্যা হাদীস বর্ণনাকারী।