মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৩৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৩৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সহিত কথা বলিতেছিলেন। এমন সময় এক বেদুইন আসিয়া জিজ্ঞাসা করিল, কিয়ামত কখন হইবে? উত্তরে হুযূর (ছাঃ) বলিলেন: আমানত যখন নষ্ট করা হইবে তখন কিয়ামতের অপেক্ষা কর। লোকটি জিজ্ঞাসা করিল, উহা কিভাবে নষ্ট করা হইবে? তিনি বলিলেন ; কাজের দায়িত্ব যখন অনুপযুক্ত লোককে দেওয়া হইবে তখন কিয়ামতের প্রতীক্ষা কর। —বুখারী
كتاب الفتن
وَعَن أبي هريرةَ قَالَ: بَيْنَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «إِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ» . قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: «إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ» . رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
প্রশাসন, বিচার, শিক্ষকতা, ফতোয়া এবং সামাজিক ও রাষ্ট্রীয় নেতৃত্ব প্রভৃতি অযোগ্য লোকের হাতে চলিয়া যাওয়া কিয়ামতের পূর্বলক্ষণ।