মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৪৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন; ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না, যতক্ষণ পর্যন্ত হেজায ভূমি হইতে একটি অগ্নি প্রকাশিত না হইবে, (উহার আলোকে) বুসরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হইয়া যাইবে। —মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ تُضِيءُ أعناقَ الإِبلِ ببُصْرى» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
‘বুসরা' বর্তমান সিরিয়ার একটি শহর। আল্লামা নববী বলিয়াছেন, হিজরী ৬৫৬ সালে মদীনার পার্শ্ব হইতে একটি বিশাল অগ্নি-শিখা বাহির হইয়াছিল। আর কিয়ামতের নিকটবর্তী সময়ে পূর্ব দিক হইতে পশ্চিম দিকে যেই অগ্নি-শিখা বাহির হওয়ার কথা হাদীসে উল্লেখ রহিয়াছে, উহা ইহার অন্তর্ভুক্ত ঘটনা নহে।