মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৩। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ মাহ্দী আমার খান্দানের তথা ফাতেমার বংশ হইতে জন্ম লাভ করিবেন। –আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي مِنْ أَوْلَادِ فَاطِمَة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

সাহাবীদের এক বৃহৎ জামাত হইতে বর্ণিত আছে যে, যখন ইমাম মাহ্দী আবির্ভূত হইবেন তখন হযরত ঈসা (আঃ)-ও তাঁহার পিছনে নামায আদায় করিবেন এবং তিনি সাত বৎসর খেলাফত কায়েম করিয়া পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করিবেন। এই বিষয়ে বর্ণিত হাদীসের বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পাঁছিয়াছে, কাজেই ইহার প্রতি বিশ্বাস রাখা ওয়াজিব। আর ইহা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান