মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৫৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৫। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী (ﷺ) ইমাম মাহদীর ঘটনা প্রসঙ্গে বলিয়াছেনঃ জনৈক ব্যক্তি তাঁহার নিকট আসিয়া বলিবে, হে মাহ্দী! আমাকে কিছু দান করুন! আমাকে কিছু দান করুন। নবী (ﷺ) বলিয়াছেন; তখন তিনি তাহাকে নিজের হাতের অঞ্জলি ভরিয়া তাহার কাপড়ের মধ্যে এই পরিমাণ মাল প্রদান করিবেন, যেই পরিমাণ সে বহন করিয়া লইয়া যাইতে পারে। —তিরমিযী
كتاب الفتن
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِصَّةِ الْمَهْدِيِّ قَالَ: فَيَجِيءُ إِلَيْهِ الرَّجُلُ فَيَقُولُ: يَا مَهْدِيُّ أَعْطِنِي أَعْطِنِي. قَالَ: فَيَحْثِي لَهُ فِي ثَوْبِهِ مَا اسْتَطَاعَ أَنْ يَحْمِلَهُ . رَوَاهُ التِّرْمِذِيّ