মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৯। হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সেই মহান সত্তার কসম যাঁহার হাতে আমার প্রাণ! সেই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না যেই পর্যন্ত না পশু মানুষের সহিত কথা বলিবে এবং যেই পর্যন্ত না কাহারও চাবুক তাহার সাথে কথা বলিবে এবং তাহার জুতার ফিতা তাহার সাথে কথা বলিবে। আর তাহার উরু (রান) তাহাকে জানাইয়া দিবে যে, তাহার অনুপস্থিতিতে তাহার স্ত্রী কি (কুকর্ম) করিয়াছে। —তিরমিযী
كتاب الفتن
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান