মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৬২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৬২। হযরত আবু ইসহাক (রঃ) বলেন, একদা হযরত আলী (রাঃ) স্বীয় পুত্র হাসান (রাঃ)-এর প্রতি তাকাইয়া বলিলেন, নিশ্চয় আমার এই পুত্র একজন সরদার। যেমন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে সরদার বলিয়া আখ্যায়িত করিয়াছেন। অদূর ভবিষ্যতে তাহার ঔরসে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটিবে, যাহার নাম হইবে তোমাদের নবীর নামানুসারে। তিনি হইবেন তাঁহার (নবীর) চরিত্রের সদৃশ, কিন্তু চেহারা ও শারীরিক গঠনে তাঁহার সদৃশ হইবেন না। অতঃপর হযরত আলী (রাঃ) উক্ত ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ঘটনা বর্ণনা করিয়া বলিয়াছেন, তিনি ন্যায় ও ইন্‌সাফ দ্বারা গোটা ভূপৃষ্ঠকে পরিপূর্ণ করিয়া দিবেন। —আবু দাউদ। তবে আবু দাউদ তাঁহার রেওয়ায়তে সংশ্লিষ্ট বিস্তারিত ঘটনাটি বর্ণনা করেন নাই।
كتاب الفتن
وَعَن أبي إِسحاق قَالَ: قَالَ عَلِيٌّ وَنَظَرَ إِلَى ابْنِهِ الْحَسَنِ قَالَ: إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ كَمَا سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَيَخْرُجُ مِنْ صُلْبِهِ رَجُلٌ يُسَمَّى بِاسْمِ نَبِيِّكُمْ يُشْبِهُهُ فِي الْخَلْقِ - ثُمَّ ذَكَرَ قِصَّةَ - يَمْلَأُ الْأَرْضَ عَدْلًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَلَمْ يَذْكُرِ الْقِصَّةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান