মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫২৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, يَوْمَ تُبَدَّلُ الأرضُ غيرَ الأَرْض والسَّماواتُ (অর্থাৎ, যেইদিন এই যমীনকে আরেক যমীনে পরিবর্তন করা হইবে এবং আকাশ মণ্ডলীকে আরেক আকাশে) সেই দিন মানুষসকল কোথায় থাকিবে ? তিনি বলিলেন : ‘পুলসিরাতের’ উপর। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ: (يَوْمَ تُبَدَّلُ الأرضُ غيرَ الأَرْض والسَّماواتُ) فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ؟ قَالَ: «عَلَى الصِّرَاطِ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশার ধারণা ছিল, অবিকল যমীন ও আসমান পরিবর্তন হইয়া যাইবে। তাই তাঁহার মনে প্রশ্ন জাগিয়াছে। বস্তুতঃ সেই দিন এই উভয়টির গুণের পরিবর্তন ঘটিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান