মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৩৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাশর
৫৫৩৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: (কিয়ামতের দিন) তিন প্রকার মানবমণ্ডলীর হাশর হইবে। জান্নাতের আকাঙ্ক্ষী, জাহান্নাম হইতে ভীত-সন্ত্রস্ত। আর একদল হইবে এক উটে (সওয়ারীতে) দুই জন, কোন এক টিতে তিন জন, কোন এক উটে চার জন, আবার কোন এক উটে দশ জন পালাক্রমে আরোহণ করিবে। অবশিষ্ট আরেক দল — তাহাদিগকে আগুন একত্রিত করিবে। দিনের বেলায় তাহারা যেখানে অবস্থান করিবে, আগুনও তথায় তাহাদের সাথে অবস্থান করিবে। তাহারা রাত্রে যেখানে অবস্থান করিবে, আগুনও তথায় তাহাদের সঙ্গে রাত্রিতে অবস্থান করিবে। অনুরূপভাবে ভোরে ও সন্ধ্যায় তাহারা যেখানে থাকিবে, আগুনও তাহাদের সঙ্গে সেখানে থাকিবে। (অর্থাৎ, আগুন তাহাদের সঙ্গ হইতে পৃথক হইবে না।) মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُحْشَرُ النَّاسُ عَلَى ثَلَاثِ طَرَائِقَ: رَاغِبِينَ رَاهِبِينَ وَاثْنَانِ عَلَى بَعِيرٍ وَثَلَاثَةٌ عَلَى بَعِيرٍ وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ وَعَشَرَةٌ عَلَى بَعِيرٍ وَتَحْشُرُ بَقِيَّتَهُمُ النَّارُ. تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ باتو وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ يمسوا . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা খাত্তাবী বলেন, আগুন ইহাদিগকে একত্রিত করার ঘটনা কিয়ামতের পূর্বে দুনিয়াতেই ঘটিবে। আবার কোন কোন আলেমের মতে ইহা হাশরের মাঠে সংঘটিত হইবে। ইমাম গাযালী (রহঃ) বলেন, কবর হইতে বাহির হওয়ার সাথে সাথেই আগুন কাফেরদেরকে ধাওয়া করিয়া একত্রিত করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান