মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৪২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাশর
৫৫৪২। হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, (কিয়ামতের দিন) যখন আমাদের পরওয়ারদিগার পায়ের গোছা উন্মোচিত করিবেন, তখন ঈমানদার নারী-পুরুষ সকলেই তাঁহাকে সজ্দা করিবে। আর বিরত থাকিবে ঐ সকল লোক যাহারা দুনিয়াতে রিয়া ও শুনানোর জন্য সজ্দা করিত, তাহারা সজ্দা করিতে চাহিবে, কিন্তু তাহাদের পৃষ্ঠদেশ ও কোমর একটি কাষ্ঠফলকের ন্যায় শক্ত হইয়া যাইবে।-মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً فَيَذْهَبُ لِيَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
উক্ত হাদীসে كشف ساق দ্বারা يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ আয়াত-এর প্রতি ইংগিত রহিয়াছে। ইহা একটি আরবী প্রবাদ বাক্য। বিপদসংকুল দিনকে ‘কাশফে সাক্ দিবস' বলা হয়। অন্যথা ساق অর্থ গোছা। পায়ের হাঁটুর নীচের অংশ। এখানে এই শব্দ দ্বারা আল্লাহর বিশেষ তাজাল্লী বুঝান হইয়াছে।