মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৪৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - হাশর
৫৫৪৮। হযরত আবু যর (রাঃ) বলেন, সত্যবাদী সত্যায়িত (ﷺ) আমাকে বর্ণনা করিয়াছেনঃ কিয়ামতের দিন মানুষদিগকে তিন দলে একত্রিত করা হইবে। এক দল হইবে আরোহী, খাওয়া-দাওয়ায় পরিতৃপ্ত ও কাপড়-চোপড়ে আচ্ছাদিত। আরেক দল হইবে এমন যাহাদিগকে ফিরিশতাকুল মুখের উপরে হেঁচড়াইয়া দোযখের দিকে লইয়া যাইবে। আরেক দল হইবে, যাহারা পদব্রজে চলিবে এবং দৌড়াইতে থাকিবে। আল্লাহ্ তা'আলা সওয়ারীর উপর বিপদ আপতিত করিবেন। ইহা হইতে কোনটিই নিরাপদ থাকিবে না। এমন কি যে একটি বাগানের মালিক সে উক্ত বাগানের বিনিময়ে সওয়ারীর জন্য হাওদাসহ একটি উট পাইতে চাহিলেও তাহা পাইতে সক্ষম হইবে না। —নাসাঈ
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: إِنَّ الصَّادِقَ الْمَصْدُوقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنِي: أَنَّ النَّاسَ يُحْشَرُونَ ثَلَاثَةَ أَفْوَاجٍ: فَوْجًا رَاكِبِينَ طَاعِمِينَ كَاسِينَ وفوجا تسحبنهم الْمَلَائِكَةُ عَلَى وُجُوهِهِمْ وَتَحْشُرُهُمُ النَّارُ وَفَوْجًا يَمْشُونَ وَيَسْعَوْنَ وَيُلْقِي اللَّهُ الْآفَةَ عَلَى الظَّهْرِ فَلَا يَبْقَى حَتَّى إِنَّ الرَّجُلَ لَتَكُونُ لَهُ الْحَدِيقَةُ يُعْطِيهَا بِذَاتِ الْقَتَبِ لَا يَقْدِرُ عَلَيْهَا . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
কাহারও কাহারও মতে এই হাদীসের শেষ অংশটি কিয়ামতের সহিত সম্পর্কিত নহে বরং কিয়ামতের পূর্বে মানুষের উপর বিভিন্ন ধরনের বিপদাপদ আপতিত হওয়ার প্রতি ইহাতে ইঙ্গিত করা হইয়াছে।