মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৫৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৫৭। হাসান [বসরী (রহঃ)] হযরত আবু হোরায়রা (রাঃ)-এর মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন মানবমণ্ডলীকে তিনবার আল্লাহ্ তা'আলার সমীপে উপস্থিত করা হইবে। প্রথম দুইবার তর্ক-বিতর্ক ও ওযর আপত্তির জন্য (প্রথমবারে তাহারা নবীর দাওয়াত অস্বীকার করিবে এবং এই দাবী খণ্ডিত হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ওযর বাহানা পেশ করিবে) আর তৃতীয়বার আমলানামা উড়িয়া প্রত্যেকের হাতে পৌঁছিবে এবং উহা কেহ ডান হাতে গ্রহণ করিবে আর কেহ বাম হাতে।—আহমদ ও তিরমিযী
ইমাম তিরমিযী বলিয়াছেন, হযরত হাসান [বসরী (রহঃ)] হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে কোন হাদীস শুনিয়াছেন বলিয়া প্রমাণ নাই, কাজেই এই হাদীসটি সহীহ্ নহে।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن الحسنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَ عَرَضَاتٍ: فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الْعَرْضَةُ الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الْأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ لَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ مِنْ قِبَلِ أَنَّ الْحَسَنَ لَمْ يَسْمَعْ مِنْ أبي هُرَيْرَة

হাদীসের ব্যাখ্যা:

যাহাদের আমলনামা ডান হাতে পৌছিবে তাহারা হইবে সৌভাগ্যবান মু'মেন ; আর যাহাদের পিছন হইতে বাম হাতে পৌঁছিবে তাহারা হইবে বদ-নছীব কাফের ও মুনাফেক। (নাঊযুবিল্লাহে মিনহু)
tahqiqতাহকীক:তাহকীক চলমান