মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৬০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৬০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদিয়া ফেলিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তুমি কেন কাঁদিতেছ? তিনি (আয়েশা) বলিলেন, দোযখের আগুনের কথা স্মরণ হইয়াছে তাই কাঁদিতেছি। (আচ্ছা বলুন তো!) কিয়ামতের দিন আপনি আপনার পরিবার-পরিজনকে স্মরণ করিবেন কি? জবাবে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ (হে আয়েশা !) জানিয়া রাখ, তিনটি জায়গা এমন হইবে যেখানে কেহ কাহাকেও স্মরণ করিবে না। একটি ‘মীযানের কাছে,' যতক্ষণ না সে জানিয়া লইবে যে, তাহার আমলের পাল্লা ভারী রহিয়াছে নাকি হাল্কা। দ্বিতীয়টি 'আমলনামার দফতর পাওয়ার অবস্থা,' যখন তাহাকে বলা হইবে, আরে অমুক ! এই লও তোমার আমলনামা এবং উহা পড়িয়া দেখ। যেপর্যন্ত না সে জানিয়া লইবে যে, উহা তাহাকে ডান হাতে দেওয়া হইয়াছে, নাকি পিছন হইতে বাম হাতে দেওয়া হইয়াছে? আর তৃতীয় হইল ‘পুলসিরাত’, যখন উহা জাহান্নামের উপর স্থাপন করা হইবে। –আবু দাউদ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن عائشةَ أَنَّهَا ذَكَرَتِ النَّارَ فَبَكَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يُبْكِيكِ؟» . قَالَتْ: ذَكَرْتُ النَّارَ فَبَكَيْتُ فَهَلْ تَذْكُرُونَ أَهْلِيكُمْ يَوْمَ الْقِيَامَةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا فِي ثَلَاثَةِ مَوَاطِنَ فَلَا يَذْكُرُ أَحَدٌ أَحَدًا: عِنْدَ الْمِيزَانِ حَتَّى يَعْلَمَ: أَيَخِفُّ مِيزَانُهُ أَمْ يَثْقُلُ؟ وَعِنْدَ الْكِتَابِ حِينَ يُقَالُ (هاؤم اقرؤوا كِتَابيه) حَتَّى يَعْلَمَ: أَيْنَ يَقَعُ كِتَابُهُ أَفِي يَمِينِهِ أم فِي شِمَاله؟ أم مِنْ وَرَاءِ ظَهْرِهِ؟ وَعِنْدَ الصِّرَاطِ: إِذَا وُضِعَ بينَ ظَهْري جَهَنَّم . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্যমত যে, প্রতিটি মানুষ পুলসিরাতের উপর দিয়া জান্নাতের দিকে অতিক্রম করিবে। কোন কোন সহীহ্ হাদীসে বর্ণিত হইয়াছে, উহা হইবে তলোয়ারের চাইতে ধারাল এবং চুল অপেক্ষা সূক্ষ্ম !
tahqiqতাহকীক:তাহকীক চলমান