মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৮৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৯। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ঈমানদারদিগকে দোযখ হইতে বাহির করিয়া জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি পুলের উপর আটক রাখা হইবে এবং দুনিয়াতে পরস্পর পরস্পরে যাহা যাহা যুলুম অত্যাচার হইয়াছিল উহার প্রতিশোধ নেওয়া হইবে। অবশেষে যখন তাহারা পবিত্র এবং পরিচ্ছন্ন হইয়া যাইবে, তখন তাহাদিগকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হইবে। ঐ সত্তার কসম, যাঁহার হাতে মুহাম্মাদের প্রাণ। মু'মেনদের প্রত্যেকে পৃথিবীতে তাহার নিজ বাড়ীকে যেমনিভাবে চিনিত, উহা উপেক্ষা সে বেহেশতে তাহার স্থান ভালরূপে চিনিতে পারিবে। -বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْلُصُ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُقْتَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ مَظَالِمُ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا هُذِّبُوا وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَأَحَدُهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الْجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ لَهُ فِي الدُّنْيَا» . رَوَاهُ البُخَارِيّ