মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৯৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৯৫। হযরত আনাস (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)-এর খেদমতে আরয করিলাম, কিয়ামতের দিন আপনি অনুগ্রহপূর্বক আমার জন্য বিশেষভাবে শাফা'আত করিবেন। তিনি বলিলেনঃ আচ্ছা, আমি তাহা করিব। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি আপনাকে কোথায় খোঁজ করিব? তিনি বলিলেন; সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের উপর খোঁজ করিবে। বলিলাম, যদি আমি আপনাকে পুলসিরাতে সাক্ষাৎ না পাই? তিনি বলিলেন; তখন তুমি আমাকে মীযানের (আমলনামা ওজনের) নিকটে খোঁজ করিবে। বলিলাম, যদি আমি আপনাকে মীযানের কাছে সাক্ষাৎ না পাই? তিনি বলিলেন; তখন তুমি আমাকে হাউয়ে কাওসারের কাছে খোঁজ করিবে। স্মরণ রাখ, আমি এই তিন জায়গা হইতে অনুপস্থিত থাকিব না। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن أنس قا ل سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ: «أَنَا فَاعِلٌ» . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ؟ قَالَ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ . قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ؟ قَالَ: «فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ» قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ؟ قَالَ: «فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لَا أُخطىءُ هَذِه الثلاثَ المواطن» رَوَاهُ التِّرْمِذِيّ وقا لهَذَا حَدِيث غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
প্রসিদ্ধ কথা হইল, মীযান প্রথমে তারপর পুলসিরাত। আলোচ্য হাদীসে ইহার বিপরীত দেখা যাইতেছে। সুতরাং বলা হইয়াছে যে, আলোচনার মধ্যে যথাযথ ক্রমিক রক্ষা করা হয় নাই। মোটকথা, তুমি আমাকে এই তিন স্থানের যে কোন এক স্থানে নির্ঘাত সাক্ষাৎ পাইবেই।